Khoborerchokh logo

গাজীপুরে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ,গৃহবধুর পরিবারকে মেরে ফেলার হুমকি,থানায় অভিযোগ 360 0

Khoborerchokh logo

গাজীপুরে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ,গৃহবধুর পরিবারকে মেরে ফেলার হুমকি,থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের ১৪নং ওয়াডের পাথরপাড়াস্থ স্থায়ী বাসিন্দা সন্জয় কুমার
দাস এর নিজ বাড়ির ভাড়াটিয়া নীলিমা রানী(২৩) সঙ্গে ধর্ষণের চেষ্টা চালায় ।
অভিযোগ সূত্রে জানা যায়,গত২৭ অক্টোবর২০২১ইং বুধবার সকাল ১১.০০টার দিকে মাছ ভাজি করার কথা
বলে নীলিমাকে ডেকে নেয় সন্জয় । নীলিমা ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে
সঙ্গে চুলের মুটি ধরে অন্য রুমে নিয়ে যায় । নীলিমা ডাক চিৎকার শুরু
করলে,ধারালো অস্ত্র (ছুরি)বের করে মুখ চেপে ধরে সন্জয় (৩৬) ।ধর্ষণ চেষ্টায়
ধস্তাধস্তির এক পর্যায়ে ব্যর্থ হয়ে নীলিমাকে ভিতরের রুমে আটকে রেখে
বাহিরে আসে সন্জয় । এভাবে ৪০ মিনিট অতিবাহিত হওয়ার পর সন্জয়
কিংকর্তব্যবিমূর হয়ে পড়ে । এদিকে স্ত্রী সন্তানরা অন্যত্রে বেড়াতে যাওয়ার
সুযোগে এমন পথ বেছে নিয়েছে কামলোলুপ সন্জয় ।নীলিমার অফিসে যাওয়ার সময় হয়ে
আসছে্,ভেবে নীলিমার বাবা মা তার খোঁজ করতে থাকে । নীলিমা বাসায় না থাকায়
খোঁজ করতে পাশের বাসায় যাওয়ার সময় তার পায়ের জুতা দেখতে পায় সন্জয়ের ঘরের
দরজায় ।এক পর্যায়ে নীলিমার বড়বোনসহ জানতে চায়,নীলিমার জুতা এখানে,ও
কোথায়? শেষ পর্যন্ত সন্জয় স্বীকার করে,সে এখানেই আছে । তোমরা চলে
যাও,নীলিমাকে বের করে দিচ্ছি, ওর কোন ক্ষতি হয়নি । পরে নীলিমা বের হয়ে
এসে,অকোপটে তার বাবা মা বড়বোনের নিকট ঘটনার বিবরণ দেয় । এহেন পরিস্থিতি
টের পেয়ে ভূক্তভোগী ঐ পরিবারের সকলকে বলেন,এই ঘটনা কাউকে জানালে,তোমাদের
সকলকে জবাই করে মেরে ফেলবো । এহেন পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে জাতীয়
জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেয় ভূক্তভোগী । ৯৯৯ এ ফিরতি মেসেজ পাওয়ার সঙ্গে
সঙ্গে জিএমপি‘র বাসন থানা পুলিশ ঘটনাস্থলে যায় । আশপাশের লোকজনকে
জিগ্ঝাসাবাদ করে সত্যতা পায় পুলিশ । বাসন থানা পুলিশ জানায়,অভিযুক্ত
আসামী পলাতক রয়েছে । অভিযুক্ত সন্জয়কে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com